মামলা গ্রহণের তারিখ: ০১/০৪/১৩ইং
মামলা নম্বর : -১৫/১৩
আবেদন কারীর নাম: নুর আয়শা, স্বামী: সিরাজুল হক
প্রতিবাদীর নাম: ১. মোহাম্মদ আজম, ২. মোহাম্মদ শাহজাহান, সর্বপিতা:-নুর মোহাম্মদ
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
প্রতিবাদীগণ আবেদনকারীর ঘরে প্রবেশ করে গালি-গালাজ করে। আবেদনকারী বাঁধা দিলে তাকে প্রতিবাদীগণ মারধর করে। এছাড়াও ঘরের মধ্যে ইট পাথর ছুঁড়ে এবং ঘরের দরজা ও টিন ভেঙ্গে ফেলে
আবেদনকারীর দাবী:
ক্ষতি পূরণ বাবদ ২৫,০০০টাকা আদায়ের দাবী
নিষ্পত্তির তারিখ:
১৩/০৫/১৩ইং
গ্রাম আদালতের সিদ্ধান্ত:
প্রতিবাদীগণ ক্ষতিপূরণ বাবদ আবেদনকারীকে ৫০০০/- টাকা ৩০ দিনে মধ্যে অর্থাৎ ১২/০৬/১৩ইং তারিখের মধ্যে আদায় করবে।
গ্রাম আদালতের সিদ্ধান্তের অনুপাত: ৫:০
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS