Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১ম মাসকি সভা
আলোচ্যসুচী:-

১। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত।
২।পারন্পরিক পরিচিতি, মতিবিনিময়, ও স্বাগত বক্তব্য।
৩।গ্রাম আদালত তারিখ নির্ধারণ।
৪।ব্যাংক হিসাব সমূহের স্বাক্ষর পরিবর্তন।
৫।ইউপির ১৩ টি স্থায়ী কমিটি গঠন।
৬। পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
৭।বিবিধ।
আলোচনা ও সিদ্বান্ত:-
পবিত্র কোরআন থেকে তেলোয়াত:-
অদ্যকার সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল আহসান, সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরু করেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করা হয়। এরপর সভাপতি মহোদয় ইউপি সচিব মোঃ রাশেদুল আলমকে সভা পরিচালনার জন্য অনুরোধ জানান।
পারস্পরিক পরিচিতি ও মতবিনিময়:-
সর্বপ্রথম ইউপি সচিব মোঃ রাশেদুল আলম নিজের পরিচয় প্রদান করেন । এরপর সকল সদস্যসহ উপস্থিত সকলকে নিজের পরিচয় প্রদান করার অনুরোধ জানান। সকল সদস্য নিজের পরিচয় প্রদান করেন ও পারস্পরিক মতবিনিময় করেন।
মাসিক সভার তারিখ নির্ধারণঃ-
প্রত্যেক মাসের ২য় সপ্তাহ মাসিক সভার তারিখ নির্ধারণ করা হয়।

গ্রাম আদালত তারিখ নির্ধারণঃ-
উক্ত বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্টিত হয়। আলোচনা শেষে সপ্তাহের প্রতি বুধবার সকাল ১০ টায় গ্রাম আদালত গঠনের সিদ্বান্ত গৃহীত হয়।

ব্যাংক হিসাব সমূহের চেক অপারেটর পরিবর্তনঃ-

এই বিষয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচনা শেষে ইউপি উন্নয়ন সহায়তা তহবিল পরিচালনায় ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস মরিয়ম বেগমের নাম প্রস্তাব করা হয়।